আপনাকে স্বাগত !
নমস্কার! আমরা ঐক্য!
বর্তমান যুগে বন্ধুত্ব থেকে বাণিজ্য, আজ সবই অনলাইন, সবই হয়ে গেছে ডিজিটাল। ব্যস্ততায় ও আরামে আজকের সমাজ ক্রমবর্ধমান ভাবে বাড়িতেই বসে করছে বেচাকেনা - সে বইপত্র, জামাকাপড়, আসবাবপত্র হোক, খাওয়া দাওয়া হোক, বা হোক নিত্যদিনের সামগ্রী।
আর সেই চাহিদাকেই অস্ত্র বানিয়ে নানান বড়ো বড়ো সংস্থা তাদের ডিজিটাল ক্ষমতার সাহায্যে নেমে পড়েছে হোম-ডেলিভারিতে। সুবিধা হচ্ছে কিছু, কিন্তু ক্ষতি হচ্ছে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ের। একচেটিয়া আধিপত্যের কারণে ক্রেতাদেরও দাম, মাপ, অথবা গুণমানের ক্ষেত্রে হচ্ছে দুর্ভোগ। সর্বগ্রাসী এই মনোভাবের বিরুদ্ধে আমরা হয়ে উঠতে চাই আপনাদের উত্তর। আমরা চাই আমাদের পাড়ার তথা লোকালয়ের ছোট থেকে মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও সব মানুষের হাতের কাছে মোবাইল স্ক্রিনে পৌঁছে দিতে, যাতে এই ডিজিটাল যুগেও নির্ভরযোগ্য প্রতিবেশীরাও করতে পারে ক্রয় বিক্রয়।
আপনার কি সেইরকমই কোনো প্রতিষ্ঠান? আপনি কি চান আপনার ব্যবসাকেও ডিজিটালি আধুনিকরণ করে গতি আনতে? আমরা চাই আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, যাতে আমরা সবাই একসাথে এগোতে পারি।
আমাদের সাথে ঐক্য হতে নিজের ব্যাপারে কিছু জানান
Welcome!
Hello! We are Oikkyo!
Today, from friendship to businesses, everything has become online and digital. Our society, increasingly busy and seeking convenience, is shopping from home more and more - be it for books, clothes, furniture, food, or even daily grocery items.
Capitalising on that demand, big corporations have captured the home-delivery space, powered by their digital capabilities. The benefits are some, but the downside is many small and medium businesses. Owing to limited alternatives and monopolistic circumstances of the space, customers have to often pay a compromise on price, quantity, or quality, in exchange for the convenience they are offered. In the end, only a few actually benefit. We want to be your answer to this situation. We want to upgrade, digitise and bring the small to medium businesses of our neighbourhood and localities to the convenience of mobile screens for all people. We want to enable and ensure, that even in this digital age, people can continue to buy and sell from their own neighbours' trust and their mutual betterment.
Do you have a similar enterprise, shop, retail or business? Do you want to accelerate your business by digitally modernizing it so that it reaches more and more people? We want you to unite with us so that we can all move forward together. #BeOikkyo
Help us reach you with few of your details