Company Logo
Company LogoText

আপনাকে স্বাগত !

নমস্কার! আমরা ঐক্য!
বর্তমান যুগে বন্ধুত্ব থেকে বাণিজ্য, আজ সবই অনলাইন, সবই হয়ে গেছে ডিজিটাল। ব্যস্ততায় ও আরামে আজকের সমাজ ক্রমবর্ধমান ভাবে বাড়িতেই বসে করছে বেচাকেনা - সে বইপত্র, জামাকাপড়, আসবাবপত্র হোক, খাওয়া দাওয়া হোক, বা হোক নিত্যদিনের সামগ্রী।

আর সেই চাহিদাকেই অস্ত্র বানিয়ে নানান বড়ো বড়ো সংস্থা তাদের ডিজিটাল ক্ষমতার সাহায্যে নেমে পড়েছে হোম-ডেলিভারিতে। সুবিধা হচ্ছে কিছু, কিন্তু ক্ষতি হচ্ছে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ের। একচেটিয়া আধিপত্যের কারণে ক্রেতাদেরও দাম, মাপ, অথবা গুণমানের ক্ষেত্রে হচ্ছে দুর্ভোগ। সর্বগ্রাসী এই মনোভাবের বিরুদ্ধে আমরা হয়ে উঠতে চাই আপনাদের উত্তর। আমরা চাই আমাদের পাড়ার তথা লোকালয়ের ছোট থেকে মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও সব মানুষের হাতের কাছে মোবাইল স্ক্রিনে পৌঁছে দিতে, যাতে এই ডিজিটাল যুগেও নির্ভরযোগ্য প্রতিবেশীরাও করতে পারে ক্রয় বিক্রয়।

আপনার কি সেইরকমই কোনো প্রতিষ্ঠান? আপনি কি চান আপনার ব্যবসাকেও ডিজিটালি আধুনিকরণ করে গতি আনতে? আমরা চাই আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, যাতে আমরা সবাই একসাথে এগোতে পারি।

আমাদের সাথে ঐক্য হতে নিজের ব্যাপারে কিছু জানান